ডেঙ্গু নিয়ে মুশফিকের সচেতনতার আহ্বান

৮ আগষ্ট, ২০১৯ ১৩:২৪  
দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, আতঙ্কিত সর্বস্তরের মানুষ। তা থেকে বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও। সাকিব আল হাসানের সচেতনতা কার্যক্রমের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াটা খুব জরুরী। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সবার আগে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।